বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৫| bfdc job circular 2025 | Biddabari

Job Circular Image

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৫| bfdc job circular 2025 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৫| bfdc job circular 2025 বিজ্ঞপ্তিতে সর্বমোট ২৭টি পদে ৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ০১ আগস্ট ২০২৫ তারিখে সকল প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৫| bfdc job circular 2025 -এর তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণ, দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: 

1.      ১১-২০তম গ্রেডের চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান  বিশেষ দিকনির্দেশনা!

2.      যে কৌশলে মাসেই নিশ্চিত হবে একটি সরকারি চাকরি

প্রস্তুতির জন্য দেখুন: 

1.      11-20th Grade Gold Live Batch

2.      ৯ম-১০ম গ্রেড স্পেশাল Live ব্যাচ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৫| bfdc job circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৮৪টি।

আবেদনের সময়সীমা:  ১৪ আগস্ট ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।

আবেদনের বয়সসীমা: ০১ আগস্ট ২০২৫ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।

আবেদন ফি  অনুসারে ৫৬-২২৩ টাকা।

আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে

আবেদনের প্রক্রিয়া:  অনলাইনে এই লিঙ্কে  https://bfdc.teletalk.com.bd/ প্রবেশ করে আবেদন করতে হবে।

আরও দেখুন:  ১১-২০তম গ্রেড চাকরি প্রস্তুতিতে বাছাইকৃত প্রশ্নের সমাধান

এই চাকরির বিবরণ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৫| bfdc job circular 2025 | Biddabari এর নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ

·         সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

·         ০১ আগস্ট ২০২৫ তারিখে সকল প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

·         সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

·         অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

·         অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে।

·         প্রার্থীদের লিখিত, মৌখিক ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

·         পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইটে (www.bfdc.gov.bd) পাওয়া যাবে।

·         পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস বহন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

·         প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করে কোন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ বা চাকরিপ্রাপ্ত হলে তার প্রার্থীতা বাতিলসহ চাকরি হতে যে কোন পর্যায়ে অব্যাহতি প্রদান/অপসারণ/বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৫| bfdc job circular 2025 | Biddabari এর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

·         প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স, অভিজ্ঞতা প্রশিক্ষণ সনদপত্র;

·         প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;

·         ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

·         জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদপত্র;

·         উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটা সংক্রান্ত সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);

·         Online- পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy);

·         চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তিপত্র/ছাড়পত্র।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৫| bfdc job circular 2025 | Biddabari এর অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী:

·         পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://bfdc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

1.      Online- আবেদন ফরম পূরণ পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময়: ১৪/০৮/২০২৫; সকাল ১০:০০ ঘটিকা।

2.      Online- আবেদন ফরম জমাদানের শেষ তারিখ সময়: ১৩/০৯/২০২৫; বিকাল :০০ ঘটিকা।

3.      উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি সার্ভিস চার্জ জমা দিতে পারবেন। উক্ত ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পরীক্ষার ফি সার্ভিস চার্জ প্রদানে ব্যর্থ হলে প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

·         Online- আবেদন ফরমে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

·         Online আবেদন ফরমে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

·         প্রার্থী Online- পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।

·         SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান: Online- আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে - নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ (দুইশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা (অফেরৎযোগ্য), -১২ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- (আঠারো) টাকাসহ সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা (অফেরৎযোগ্য), ১৩-২৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা (অফেরৎযোগ্য) এবং ২৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (একশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ /- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরৎযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"

প্রথম SMS: BFDC User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: BFDC YES PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

·         প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bfdc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

·         SMS- প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

·         শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে BFDC Help User User ID & Send to 16222. Example: BFDC Help User ABCDEF & Send to 16222

PIN Number জানা থাকলে BFDC Help PIN PIN Number & Send to 16222. Example: BFDC Help PIN ABCDEF & Send to 16222

বা, অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী নিজ দায়িত্বে সম্পন্ন করবেন। এক্ষেত্রে কোন কম্পিউটার দোকান হতে উক্ত কাজ সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।

·         Online- আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোন টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ কল করুন। এছাড়াও vas.query@teletalk.com.bd -মেইলে যোগাযোগ করা যাবে।